দেশী ইউটিউবারদের নতুন এই প্লাটফর্মে আপনাদের স্বাগতম!
বাংলাদেশীজম ফুটপ্রিন্ট প্লাটফর্মের নতুন শাখা – ভিডিও ফুটপ্রিন্ট – যা বাংলাদেশের অনলাইন ভিডিও মেকারদের জন্য। ফুটপ্রিন্টে আলাদা করে ইউটিউবারদের জন্য একটি শাখা যুক্ত করার মানে হলো, আমরা বাংলাদেশের কোয়ালিট অনলাইন ভিডিওগুলো সবার সামনে তুলতে ধরতে চাই। এই শাখার নাম দিয়েছি, “Footprint – YouTube Edition”। ফুটপ্রিন্ট – ইউটিউবের সেবা ব্যবহার করার জন্য আপনাকে নতুন করে একাউন্ট খুলতে হবে। মূল ফুটপ্রিন্টের একাউন্ট দিয়ে এখানে লগিন করতে পারবেন না। এর এখানকার নিয়ম কানুনও একটু ভিন্নতর। এই মুহুর্তে সবার সাবমিশন নেয়া হচ্ছে। পরিপূর্ন সাইটের লঞ্ছের তারিখ আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেয়া হবে। ভিডিও সাবমিট করার আগে অবশ্যই গাইডলাইন দেখে নিন।!